Bangali

Surah আল-হুমাযাহ - Aya count 9
Share
প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ,
যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে
সে মনে করে যে, তার অর্থ চিরকাল তার সাথে থাকবে!
কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে।
আপনি কি জানেন, পিষ্টকারী কি?
এটা আল্লাহর প্রজ্জ্বলিত অগ্নি,
যা হৃদয় পর্যন্ত পৌছবে।
এতে তাদেরকে বেঁধে দেয়া হবে,
লম্বা লম্বা খুঁটিতে।