الإخلاص: هو أن يريد العبد بطاعته التقرُّب إلى الله - سبحانه - دون شيء آخر؛ من تصنُّع لمخلوق، أو اكتساب محمدة عند الناس، أو محبة مدح من الخلق، وما إلى ذلك مما يدخل في إطار الأغراض الدنيوية المحضة. وقد تناولت هذه المقالة هذه المسألة بشيء من التفصيل.
ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
ইখলাস, কেন ও কিভাবে
ইখলাস কেন ও কিভাবে : ইবাদত পালনে ইখলাস একটি গুরুত্বপূর্ণ বিষয় । ইখলাস বর্জিত ইবাদত আল্লাহর কাছে গ্রহনযোগ্যতা পায় না। ইখলাস কোনো আকস্মিক ঘটে - যাওয়া বিষয় নয়। আল্লাহমুখী জীবনযাপনে নিরন্তর সাধনার ফলস্বরূপ অর্জিত হয় ইখলাস। বক্ষ্যমাণ গ্রন্থে ইখলাছ-এর সংজ্ঞা ও ইখলাস চর্চা ও অর্জনের পথ ও পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।