دليل الحاج والمعتمر وزائر المسجد النبوي الشريف: هذا الكتاب حول موضوعات الحج والعمرة والزيارة؛ قام بها نخبة من طلبة العلم المشاركين في برنامج الدعاة في الحج، وقد رُوعِيَ في التأليف البساطة في العرض وتثبيت المصادر والمراجع، ونسبة كل مسألة إلى أصلها في القرآن الكريم والسنة النبوية الشريفة، مما جعله موضع اهتمام من قِبَل المعنيِّين بالحج والعمرة والزيارة في الديار البنغلاديشية.
ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
হজ, উমরা ও যিয়ারত গাইড
-বেশ কয়জন বিজ্ঞ আলেমে দ্বীন ও শরীয়তবিদের সমন্বিত প্রচেষ্টার ফসল এই পুস্তক। পর্যাপ্ত পরিমাণ টিকা-টিপ্পনি সরবরাহ করে বইটিকে সমৃদ্ধ করার চেষ্টা করা হয়েছে। প্রতিটি হজকর্মের পেছনে রাসূলুল্লাহ সা. ও সাহাবাদের (রা) আদর্শ কী, তা অনুসন্ধানের চেষ্টা করা হয়েছে যথেষ্ট শ্রম দিয়ে। আমাদের দেশে হজ বিষয়ক প্রকাশনা অঢেল। তবে এর অধিকাংশই রেফারেন্সবিহীন। আবার কিছু কিছু এমনও রয়েছে যেগুলোয় মারাত্মক ধরনের ভুল তথ্য সরবরাহ করা হয়েছে। হাদিস-কুরআনের অকাট্য দলিলের ভিত্তিতে লিখিত পুস্তক খুব কমই নজরে পড়ে। সে দৃষ্টিতে আমাদের এই প্রচেষ্টা পাঠকের সমাদর পাবে বলে বিশ্বাস।