يتحدث الكتاب عن الحِكَم في حل وحرمة بعض المسائل الفقية في ضوء حقائق العلوم المعاصرة، ومن ذلك بيان الحِكَم في أحكام أبواب الطهارة والصلاة، وكذلك في أبواب المطعومات كالحِكَم في حل لحوم الطيبات كالإبل والبقر والغنم وحرمة لحوم الخبائث كلحم الخنزير وغيرها. وقد اشتمل الكتاب أيضاً الحديث عن الحِكَم في تحريم الخمر وكذلك الحكم في عدم الاقتراب من النساء في أيام حيضهن، وغير ذلك من الأحكام الشرعية .
ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
ইসলামী বিধান ও আধুনিক বিজ্ঞান
এ বইয়ে ইসলামী অনুশাসন ও বিধানাবলিকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে তুলনা করে প্রমাণ করা হয়েছে যে, ইসলামের বিধানসমূহ মানব কল্যাণের জন্য প্রণীত এবং বিশ্বের সকল মানুষের জন্য প্রযোজ্য। যেমন, ইসলাম কেন মৃত প্রাণীর গোস্ত ও শুকরের গোস্ত হারাম করেছে, ইসলাম কেন রক্ত, মদ ও নেশা জাতীয় বস্তু হারাম করেছে, ইসলামে নিষিদ্ধ সমকামিতার ভয়াবহ পরিণতি কী, হায়েয অবস্থায় নারীগমন নিষেধ কেন এ জাতীয় বিষয় বৈজ্ঞানিক বিচার বিশ্লেষণের আলোকে তুলে ধরা হয়েছে।