كفالة الأيتام في ضوء القرآن والسنة: لقد وردت أحاديث كثيرة في فضل كفالة اليتيم والإحسان إليه، منها قوله - صلى الله عليه وسلم -: «أنا وكافل اليتيم كهاتين في الجنة» - وأشار بالسبابة والوسطى وفرَّق بينهما قليلاً -؛ متفق عليه. وفي هذا الكتاب بيان لفضل كفالة الأيتام وأهميتها وآثارها الإيجابية في حياة الأيتام والمجتمع بأسره.
ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
কোরআন ও হাদিসের আলোকে এতিম প্রতিপালন
ইয়াতীমের দায়িত্বগ্রহণ ও লালন সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। তন্মধ্যে একটি হল, "আমি ও ইয়াতীম লালনকারী জান্নাতে এই দুয়ের মতো।" তিনি তর্জনী ও মধ্যমা দিয়ে ইশারা করলেন, এবং এদুটির মাঝে সামান্য ফাঁক রাখলেন। বক্ষ্যমাণ গ্রন্থে ইয়াতীম লালনের ফজিলত, গুরুত্ব এবং ইয়াতীম ও তার লালনকারীর জীবনে এর ইতিবাচক প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়েছে।