الدعوة إلى الله تعالى: الدعوة إلى الله من أشرف الأعمال التي يتقرب بها العبد إلى الله - سبحانه وتعالى -، فهي وظيفة الأنبياء والرسل أشرف خلق الله، وهي طريق النور التي يرشد إلى معرفة الله ومعرفة نبيه - صلى الله عليه وسلم - ومعرفة الشرع الشريف، وهي التي امتدحها الله - عز وجل - وامتدح العاملين بها فقال: { وَمَنْ أَحْسَنُ قَوْلاً مِمَّنْ دَعَا إِلَى اللهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِيْ مِنَ المُسْلِمِيْنَ } [فصلت: 33]، وهذا الكتاب قد جمع فيه المؤلف بعض المواد التي يستفيد منها الداعية في طريق دعوته.

প্রফেসর ড. খন্দকার আ.ন.ম আব্দুল্লাহ জাহাঙ্গীর

ইকবাল হোছাইন মাছুম

ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

আল্লাহর পথে দা‌ওয়াত

আল্লাহর পথে আহ্বান সব থেকে বড় আমল। কেননা তা নবী-রাসূলদের দায়িত্ব। আর নবী-রাসূলগণ ছিলেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহর পথে আহ্বান আল্লাহকে জানার পথ দেখায়, নবীকে জানার পথ দেখায়। শুধু তাই নয় বরং আল্লাহ তাআলা স্বয়ং এ কর্মের প্রশংসা করেছেন। ইরশাদ হয়েছে: ঐ ব্যক্তি থেকে কথায় কে উত্তম যে আল্লাহর পথে আহ্বান করল এবং সৎ কাজ করল। বক্ষ্যমাণ গ্রন্থে দাওয়াবিষয়ক কিছু মূল্যবান আলোচনা এসেছে যা সবার উপকারে আসবে বলে আশা।

https://www.islamhouse.com/p/316921

تحميل الملفات

كن أول من يقيم الموضوع
12345