الاقتصاد في العبادة: إن الدين يسر، والله يريد بعباده اليسر ولايريد بهم العسر، ولن يشاد الدين أحدٌ إلا غلبه، وقد تحدثت هذه المقالة عن جوانب اليسر في الإسلام، وأكَّد على ضرورة الابتعاد عن مظاهر الإفراط والغلو في أداء العبادات.
ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
ইবাদত-বন্দেগীতে মধ্যম পন্থা অবলম্বন
আল্লাহর দীন সহজ। বান্দাদের জন্য যা সহজ আল্লাহ তাআলা তা-ই তাদের জন্য বিধিবদ্ধ করেন। আর যা কঠিন আল্লাহ তাদের জন্য তা চান না। আর দীনের ব্যাপারে যে বাড়াবাড়ি করে দীন তাকে পরাহত করে ফেলে। বক্ষ্যমাণ গ্রন্থে এ বিষয়টির প্রতিই আলোকপাত করা হয়েছে এবং ইবাদত পালনে ইফরাত, তাফরিত তথা অতিরঞ্জন থেকে দূরে থাকার প্রতি তাগিদ করা হয়েছে।